আওয়ামী লীগ এখন ধর্মকে সম্পূর্ণ ব্যবসায় পরিণত করেছে। গত এক দশক ধরে মদিনার সনদ, মক্কার বিধি মোতাবেক, ওহাবীদের আদর্শ অনুযায়ী এ দেশ পরিচালনার ক্ষমতায় রয়েছে। আসলে শেখ হাসিনা নিজেই এখন নিজেকে এ যুগের নবী-রাসূল হিসেবে উপস্থাপন করছেন। যদি তা না হয়, তাহলে হাসিনার ঘনিষ্ঠরা কেন রাজাকার আলবদরদের ব্যবসার প্রসার ঘটাচ্ছে তাদের পছন্দ করবে?
বলছিলাম গাজী টিভির কর্ণধার গাজী গোলাম দস্তগীরের কথা। এই মানুষটি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু এই মুক্তিযোদ্ধা টিভি গাজী টিভির প্রধান হলেন রাজাকার আয়েশা ফয়েজের ছেলে আমান ফয়েজ। তাই মুক্তিযুদ্ধের কথা বলে এবং জনগণকে বিলীন করার পর যখন এই টিভিতে রাজাকার আলবদরদের প্রচার করা হয়, তখন মনে হয় দেশ আসলে হাসিনার মদিনার সনদ অনুযায়ী চলছে।
তেতুল হুজুর নামের কুখ্যাত শফিকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হচ্ছে। অশিক্ষিত, মূর্খ কওমি শিক্ষার্থীদের মাস্টার্স পর্যায়ের স্বীকৃতি দিতে কোটি কোটি টাকা ব্যয় করছে সরকার। ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠা এই ব্যবসা কি আসলেই ধর্মের প্রতি শ্রদ্ধার ইঙ্গিত দেয় নাকি এটা শুধু ধর্ম নিয়ে ব্যবসা? অবশ্য ইসলামের একটা বড় অংশ ধর্মের প্রতি যতটা মনোযোগ দেয় না ব্যবসার প্রতি। নবী মুহাম্মদের হজের প্রবর্তনকে একটি ব্যবসার সাথে তুলনা করা যেতে পারে। আপনি যদি হজ করতে চান তাহলে সৌদি আরবে গিয়ে তাদের কোটি কোটি টাকা দিয়ে এই কৌশলটি বুঝতে পারবেন।
যাই হোক, আমার আজকের পোস্ট কোন নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ে নয়, গাজী টিভির এই ধর্মীয় ব্যবসা নিয়ে। যা রাষ্ট্র সাহায্য করছে। গাজী টিভি কীভাবে দেশীয় ও আন্তর্জাতিক সব খেলার টিভি স্বত্ব পায় তা সবারই জানা। সরকারি দলের এত ঘনিষ্ঠ হওয়ায় এই টিভি খুব সহজে অন্য কাউকে এই অধিকার কেনার সুযোগ দেয় না। অন্যায় প্রভাব বিস্তার করে দেশের অন্যান্য টিভি চ্যানেলকে বঞ্চিত করে রাজাকারদের টিভি গাজী টিভির এই যাত্রা কে থামাবে? কে বন্ধ করবে এই অনৈতিক কর্মকান্ড।
এটা সহজেই অনুমেয় যে, আওয়ামী লীগ ও এর সুবিধাভোগীদের মূল লক্ষ্যই হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে রাজাকারদের উৎসাহিত করে ধর্মের দখল নেওয়ার এই যাত্রা থেকে একটা ব্যবসা করা।
9 Responses
আপনি কি বিএনপি করেন নাকি? আওয়ামীলীগ একটি ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল।
আওয়ামীলীগ নিয়ে আজেবাজে কথা বলবেন না।
আমাদের নেত্রী আছেন বলেই দেশটা এখনও টিকে আছে।
awamileage hefajat toiri korechilo
আওয়ামীলীগ সব সময়ই ধর্ম কে পুঁজি করে রাজনীতি করে আসছে।
ভাল লিখেছেন।
আবোল তাবোল বকবেন না।
মনে রাখবেন নেত্রী আছেন বলেই এদেশ এতো শান্ত।
উন্নয়ন কি চোখে পড়েনা আপনার? ধর্ম নিয়ে ব্যবসা করা জামাত বিএনপির কাজ।