কাঠ মোল্লাদের ধর্মের অনুভূতি থাকে ক্রোধে

অবমাননাকর লেখা বা ছবি পোস্ট করুন। এছাড়াও উল্লেখ করুন যে এই ছবি বা লেখা আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং আপনি এর বিচার চান।

ধর্মীয় অবমাননা নামক মোল্লাদের দ্বারা গঠিত এই ঘটনার একটি বাস্তব পরীক্ষার উদাহরণ এটি। এবার একটু বিস্তারিতভাবে বলি, ধরুন আমি একটি ছবি শেয়ার করেছি যা কুরআনকে অসম্মান করেছে। অথবা এমন একটি কার্টুন যা মহানবীকে সন্ত্রাসী বা পেডোফাইল হিসেবে উপস্থাপন করেছে। ফলে অনেকেই আমাকে ইসলাম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনবেন। অনেকেই শেয়ার করে আমার বিচার চাইবেন।

কিন্তু ধরুন আমি একটা জিনিস শেয়ার করলাম এবং বললাম যে এই ছবি বা কার্টুন বানিয়েছে তার জন্য আমি বিচার চাই। তাহলে আমার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে না। আরও অনেকে তখন শেয়ার করে বলবে- আমি বিচার চাই। আমি একই ছবি শেয়ার করেছি, সবাই। আমি দাবি করেছি যে এই ছবি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমি সেই একই জিনিসটি ছড়িয়ে দিয়েছি যা আমার অনুভূতিতে আঘাত করে কোনো উদ্বেগ ছাড়াই এবং হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষের মধ্যে। এটা কিভাবে সম্ভব?

যেকোনো পবিত্র বস্তুর অসম্মান বা অপবিত্রতা একটি কাজ। আমি পোস্ট করলেও এটা অপবিত্রতা, আমি শেয়ার করলেও। কিন্তু এতক্ষণে এটা পরিষ্কার হওয়া উচিত যে ছবিটি আসলে এখানে কোনো বিষয় নয়। কারণ ছবিটা যদি একটা টপিক হতো, সেটা যদি আমাদের জন্য এতই আপত্তিকর হতো, তাহলে সেটা শেয়ার করার সাহস আমরা কোথায় পেলাম? এটা বোধগম্য যে একজন অবিশ্বাসী, যার কাছে এটা আপত্তিকর নয়, এটা শেয়ার করবে না। কিন্তু একজন বিশ্বাসী, যে মনে মনে আঘাত পেয়েছে বলে দাবি করে, কীভাবে এই অপবিত্রতায় অংশ নিতে পারে?

বর্তমানে, ইসলামের অবমাননার অভিযোগে যেসব ছবি বা লেখা অনলাইনে প্রচার করা হয়েছে (এবং 2013 সালে সংবাদপত্রেও প্রকাশিত হয়েছিল), তার বেশিরভাগই ইসলামে বিশ্বাসী ব্যক্তিদের দ্বারা করা হয়েছিল। হয়তো কোন নাস্তিক কিছু লিখেছে বা ছবি পোস্ট করেছে। কিন্তু অন্য হাজার হাজার বিশ্বাসী এটা শেয়ার করেছেন। এই গণহত্যা, গোটা সমাজের জন্যই আপত্তিকর! লেখা ও ছবি প্রচারে অংশ নেওয়ার কারণ কী? আসলে সমাজের অধিকাংশ মানুষ কি অবচেতনভাবে নাস্তিক হয়ে গেছে?

18 Responses

  1. খাঙ্কির বাচ্চা জিহবা কাইটা ফালামু একেবারে।

  2. আসলে তোকে এসব দিয়ে হবে না। তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসাতে হবে। তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে

  3. এই বাংলাদেশে যেন তোকে আর না দেখি, নাহলে তোর পরিবার তোর লাশ দেখার সৌভাগ্যও পাবেনা।

  4. তোকে কোপাতে কোপাতে টুকরা টুকরা করা হবে। সেই মাংশ খাবে কুত্তারা

  5. শালি রেন্ডি, তুই ধর্মের কি বুঝিস?

  6. তোর জন্য অপেক্ষা করছে অনন্ত আগুন আর চাপাতির কোপ

  7. বাহ। আপনার লেখা মারাত্মক!

  8. কুত্তারবাচ্চা তোরা তো সব নাস্তিকের দল। তোরা কাদের র‍্যাডিকাল বলিস? আমাদের। কাফেরের বাচ্চা উগ্রতা তোদের মধ্যে বেশী। তোরা র‍্যাশনাল সূত্রের নাম করে উগ্রতা ছড়িয়ে দিস চালাকি করে

  9. তোর লেখা দেখেই বুঝা যায় তুই একটা ভারতের দালাল

  10. কুত্তারবাচ্চা তুই খালি দেশে আয়, খেলা হবে

  11. ইসলামিস্টদের নয়। আপনাদের মত কিছু নাস্তিকদের যুক্তিই আসলে হাস্যকর। আপনারা ধর্ম পরায়ন একটা জাতিকে নিয়ে দিনের পর দিন হাস্য রস্তাত্নক সব লেখালেখি করবেন, ব্যাঙ্গ করবেন আর আশা করবেন সবাই আপনাদের কে সাধুবাদ জানাবে, সেটি কিন্তু আসলে হবে না। আপনারা আসলে আল্লাহর মাধ্যমে সৃষ্টি হওয়া মুনাফেক।

  12. দেশের জন্য আপনাদের মত সাহসী মানুষদের আসলেই দরকার। খুব ভাল আপা।

  13. দেশের জন্য আপনাদের মত সাহসী মানুষদের আসলেই দরকার। খুব ভাল আপা।

  14. আপনার লেখা সমসময়ই ভাল হয়।

  15. শুয়োরের বাচ্চা, কি ভাবিস নিজেকে?

  16. তুই একটা সাক্ষাৎ শয়তানের বাচ্চা শালি নাস্তিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *