নারীকে জোর করেই বোরখা হিজাব পরানো হয়
. আলোচনায় যখন বোরকা, হিজাব ইত্যাদির প্রসঙ্গ আসে, যখন নারীবাদী বা নারী অধিকার কর্মী বা তার মতো কেউ নারীর ওপর চাপিয়ে দেওয়া ‘বোরখা‘ নিয়ে কথা বলেন, তখন আপনি এর বিরোধিতা করেন। আপনি যখন এর বিরোধিতা করেন তখন আপনি প্রথম যেটি বলেন তা হল মহিলার নিজের পছন্দ বা ইচ্ছা ইত্যাদি সম্পর্কে।